muslim shashon

সিন্ধু বিজেতা প্রথম মুসলিম সেনাপতি ছিলেন মুহম্মদ-বিন-কাসিম। আরবগণ সিন্ধু অাক্রমণ করে ৭১২ সালে। সে সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির। দাহির কে পরাস্ত করে বিন কাসিম সিন্ধু ও মুলতান জয় করে ৭১২ সালে। গজনীর সুলতান মাহমুদ ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করেন। সুলতান মাহমুদ ১০২৬ সালে ভারতের গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেন। মহাকবি ফেরদৌসি সুলতান মাহমুদ সুলতানের সভাকবি ছিলেন। ভারতবর্ষে সর্ব প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহম্মদ ঘুরী। তরাইনের প্রথম যুদ্ধে তিনি পরাজিত হন পৃথ্বিরাজের নিকট। তরাইনের দ্বিতীয় যুদ্ধে ১১৯২ সালে ঘুরীর নিকট দিল্লীর শসনকর্তা পৃথ্বিরাজ চৌহান পরাজিত ও নিহত হলে মুহম্মদ ঘুরী ভারতে তুর্কী সাম্রাজ্য বিস্তার করেন।

Subject

General knowledge