জন্ম

২৫ মে, ১৮৯৯ খ্রিস্টাব্দ; ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ।

জন্মস্থান 

বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।

মৃত্যু

২৯ আগস্ট, ১৯৭৬ খ্রিস্টাব্দ।

পরিচিতি

বিদ্রোহী কবি হিসেবে।

উপাধি

বাংলাদেশের জাতীয় কবি।

সেনাবাহিনীতেযোগদেন

১৯১৭ সালে।

প্রথমপ্রকাশিতকাব্যগ্রন্থ

অগ্নিবীণা (১৯২২)।

প্রথমপ্রকাশিতকবিতারনাম

‘মুক্তি’

কাব্যগ্রন্থ

অগ্নিবীণা, জিঞ্জির, দোলনচাঁপা,  চিত্তনামা, সিন্ধু-হিন্দোল,  প্রলয়শিখা, ছায়ানট,  বিষের বাঁশি, ফনিমনসা,  সর্বহারা, শেষ সওগাত, ঝিঙেফুল, চক্রবাক, সন্ধ্যা।

কাব্যসংকলন

‘সঞ্চিতা’

উপন্যাসগ্রন্থ

কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা।

প্রথমপ্রকাশিতউপন্যাসেরনাম

বাঁধনহারা (১৯২৭)

পত্রোপন্যাস

বাঁধন হারা (১৯২৭)

গল্পগ্রন্থ

ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন।

প্রথমপ্রকাশিতগল্পগ্রন্থ

ব্যাথার দান (১৯২২)

প্রথমপ্রকাশিতগল্প

বাইন্ডেলের আত্নকাহিনী।

গীতিনাট্য

আলেয়া, মুধুমালা, ঝিলিমিলি।

প্রথমপ্রকাশিতনাট্যগ্রন্থ

ঝিলিমিলি (১৩৩৭)

প্রবন্ধগ্রন্থ

যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্র -মঙ্গল, রাজবন্দীর  জবানবন্দী।

প্রথমপ্রকাশিতপ্রবন্ধগ্রন্থ

যুগবাণী (১৯২২)

জীবনীকাব্য

‘মরুভাস্কর’ (হযরত মুহম্মদ স: সম্পর্কিত), ‘চিত্তনামা (দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কে নিয়ে রচিত।)

অনুবাদগ্রন্থ

রুবাইয়াত-ই-ওমরখৈয়াম, রুবাইয়াৎ-ই-হাফিজ, কাব্যে আমপাড়া।

সম্পাদিতপত্রিকা

ধূমকেতু        , লাঙ্গল, দৈনিক নবযুগ

নিষিদ্ধকৃতগ্রন্থসমূহ

বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। (৫টি গ্রন্থ)

 

নজরুলসম্পর্কিতঅন্যান্যগুরুত্বপূর্ণতথ্য

  • কাজী নজরুল ইসলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট লাভ করেন ১৯৬৯ সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট লাভ করেন ১৯৭৪ সালে।
  • ‘বিদ্রোহী’ কবিতা প্রথম প্রকাশিত হয়-সাপ্তাহিক বিজলী’র ২২শে পৌষ (১৩২৮) সংখ্যায়।
  • রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত’ গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন।
  • কাজী নজরুল ইসলামকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ভারত সরকার কর্তৃক ‘জগত্তারিণী’ ¯স্বর্ণপদক (১৯৪৫) ও ‘পদ্মভূষণ’ (১৯৬০) পদক দেয়া হয়।
  • বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে ‘২১শে পদক’ প্রদান করে ১৯৭৬ সালে।

Subject

Bangla