ধরণ বিবরণ
নাম রিচার্ড ইউলিয়াম টিম
পরিচিত নাম ফাদার টিম
প্রতিষ্ঠাতা নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ
বিশেষ অবদান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জনমত তৈরি এবং সত্তরের ঘুর্নিঝড়ের সময় মনপুরায় সহায়তা।  
বাংলাদেশে আগমন ১৯৫২ সালে
সন্মাননা শান্তি ও আন্তর্জাতিক সমঝোতার জন্য ১৯৮৭ সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন।
  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ সন্মাননা পদক প্রদান করে।
গবেষণা তিনি প্রায় ২৫০ টি সামুদ্রিক প্রজাতির আবিষ্কারক।
  "টিমিয়া পার্ভা" তার সন্মানে একটি সামুদ্রিক প্রজাতির নামকরণ রয়েছে। 
জন্ম ১৯২৩ সালের ২ মার্চ ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মিশিগান সিটিতে । 
মৃত্যু ২০২০ সালের ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রে ৯৭ বছর বয়সে। 
পড়াশুনা সেন্ট ম্যারিস গ্রেড স্কুল ও সেন্ট ম্যারিস হাইস্কুলে পড়েন। 
উচ্চশিক্ষা ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে জীববিদ্যা ও পরজিবিবিদ্যা বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
ধার্মিকতা তিনি গীর্জার সাথে ছোট বেলা থেকেই সম্পৃক্ত 

 

Subject

International