ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদীর ওপর নির্মাণ করা হয়েছে পায়রা সেতু। এ সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা যুক্ত হয়েছে। ২০২১ সালের ২৪ অক্টোবর যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়।

  • সেতুটির দৈর্ঘ্যঃ ১,৪৭০ মিটার (৪,৮২০ ফুট)।
  • সেতুর ধরনঃ বক্স গার্ডার সেতু (একস্ট্রাডোজ সেতু)
  • দীর্ঘতম স্প্যানঃ ২০০ মিটার (৬৬০ ফুট)
  • নির্মাণ শুরুঃ জুলাই, ২০১৬
  • নির্মাণ শেষঃ অক্টোবর, ২০২১
  • উপাদানঃ কংক্রিট, ইস্পাত, দড়ি
  • প্রস্থঃ ১৯.৭৬ মিটার (৬৪.৮ ফুট)
  • উচ্চতাঃ ১৮.৩০ মিটার (৬০.০ ফুট)
  • বিশেষ বৈশিষ্ঠ্যঃ ‘ব্রিজ হেলথ মনিটর (সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণব্যবস্থা)
  • অর্থায়নেঃ কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

Subject

Bangladesh