period

পৃথিবী এবং মহাবিশ্বের সবকিছুই মৌলিক পদার্থ দিয়ে গঠিত। মানুষের দেহের বেশির ভাগ অংশই হল কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। মৌলিক পদার্থের পরমাণুকে তার বৈশিষ্ট্য ঠিক রেখে ভাঙা যায় না। প্রকৃতিতে ৯২টি মৌলিক পদার্থ প্ওয়া যায়। বাকিগুলো বিজ্ঞানীদের তৈরি। যদিও প্রতিটিই ভিন্ন, তারপরও বেশ কিছু মৌলিক পদার্থের মধ্যে অনেক মিল দেখা যায়। উনিশ শতকে রসায়নবিদরা ৬৫টি টি মৌলিক পদার্থে বিভিন্ন রকম মিল খুজে পায়। একই শতকের শেষভাগে এসে রাসিয়ান রসায়নবিদ দিমিত্রি মেন্ডলিভ মৌলিক পদার্থের একটি একক প্যার্টান খুঁজে পান। যার নাম হল পর্যায় সারণী (periodic table)। বর্তমানে পযায় সারণীতে ১১৮টি মৌল আছে।

Subject

Chemistry