atomic clock

বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি আধুনকি ইলেকট্রনিক ঘড়ি হল পরমাণু ঘড়ি। এটি অত্যন্ত নির্ভুল সময় প্রদান করে। ধারণা করা হয় যে, এই ঘড়ির সময় প্রদানে ৩০০০০ বছরের মধ্যে ১ সেকেন্ড হেরফের হবার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সিজিয়াম-১৩৩ পরমাণুর কম্পনকাল হিসেবে সেকেন্ড পরিমাপ করা হয়। ১ সেকেন্ড সিজিয়াম-১৩৩ পরমাণু ৯১৯২৬৩১৭৭০টি কম্পন প্রদান করে। পরমাণু ঘড়ি এ কম্পনসংখ্যা পরিমাপের মাধ্যমে ১ সেকেন্ড সময় দেয়।

Subject

Chemistry