nuclear emulator
যে যান্ত্রিক চুল্লির মাধ্যমে পারমাণবিক বিক্রিয়ায় নিউট্রনকে নিয়ন্ত্রণের মাধ্যমে তথা চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি উৎপন্ন করা যায় তাকে পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে। পরমাণু চুল্লি স্থাপিত হয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে। ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন নিউট্রনের চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে শক্তিকে কাজে লাগানো হয়। এ চুল্লিতে ভারি পানি, গ্রাফাইট দন্ড প্রভৃতি ব্যবহার করে চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা হয়। পারমাণবিক চুল্লিতে সোডিয়াম, লেড ও বিসমাথের সংকর, পারদ ইত্যাদি ধাতুর ব্যবহার করা হয়।

Subject

Chemistry