robert boyel

জন্ম ১৬২৭, মৃত্যু ১৬৯১। আইরিশ রসায়নবিদ রবার্ট বয়েল ছিলেন আধুনিক রসায়নবিদদের অন্যতম। ১৬৬১ সালে তাঁর বিখ্যাত বই,“ÒThe Sceptical Chemist” প্রকাশিত হয়। তিনি এই বইতে বলেন যে, ধারণা যদি সত্যি হয় তবে তা পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। গ্যাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় তিনি একটি সূত্র আবিষ্কার করেন, যা বয়েলের সূত্র নামে পরিচিত। বয়েলের সূত্রটি হল “স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক”।

Subject

Chemistry