nuclear explotion

উচ্চ ত্বরণবিশিষ্ট নিউট্রনের আঘাতে নিউক্লিয়াস ভেঙ্গে গিয়ে তৈরি হয় অন্য পরমাণুর নিউক্লিয়াস। পরমাণু ভেঙ্গে যাওয়ার পূর্বের ভরের চেয়ে ভেঙ্গে যাওয়ার পরের মোট ভর কম। আইনষ্টাইনের সূত্র E=mc2 অনুযায়ী কিছু ভর শক্তিতে পরিণত হয়। সামান্য ভর থেকে প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় এবং বিস্ফোরণ ঘটে। এভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটে। অটোহান ও ফ্রিজ স্ট্রেসম্যান জার্মানিতে পরমাণু বিভাজন প্রক্রিয়া আবিষ্কার করেন। এর উপর ভিত্তি করে পরমাণু বোমা তৈরি করা হয়।

Subject

Chemistry