১৮৯৪ সালে লর্ড রেলেহ্ (জন্ম-১৮৪২, মৃত্যু-১৯১৯) এবং ইউলিয়াম র‌্যামজে (জন্ম-১৮৫২, মৃত্যু-১৯১৬) নিস্ক্রিয় গ্যাস আর্গন আবিষ্কার করেন। ১৮৯৫ সালে র‌্যামজে পৃথিবীতে হিলিয়ামের অস্তিত্ব খুঁজে পান। ১৮৯৮ সালে তিনি ক্রিপ্টন, নিয়ন এবং জেনন আবিষ্কারের চেষ্টা করেন। ১৯০৪ সালে র‌্যামজে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১০ সালে তিনি রেডন আবিষ্কার করেন।

Subject

Chemistry