আর্দ্র বাতাসে অনেকদিন পড়ে থাকলে লোহার জিনিসের উপর বাদামী বর্ণের সহজে অপসারণযোগ্য আবরণ পড়ে এবং লোহা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। লোহার উপরকার এ বাদামী আবরণকে মরিচা বলে। মরিচা হল পানিযুক্ত ফেরিক অক্সাইড। লোহার মরিচা প্রতিরোধের জন্য প্রধানত বায়ুতে এর জারণ বন্ধ করতে হবে। এজন্য লোহা যাতে বাতাসের অক্সিজেন ও পানির সংস্পর্শে আসতে না পারে সে ব্যবস্থা গ্রহন করতে হবে।লোহার গায়ে রং বা আলকাতরার প্রলেপ দিয়ে, লোহার উপর দস্তা বা টিলের প্রলেপ দিয়ে, লোহার উপর ইলেকট্রোপ্লেটিং-এর মাধ্যমে জিংক, ক্রোমিয়াম, কপার ও নিকেলের আবরণ দিয়ে মরিচা প্রতিরোধ করা যায়।

Subject

Chemistry