graphite

এটি কার্বনের একটি রূপভেদ। গ্রাফাইট ধুসর অস্বচ্ছ, স্ফটিকাকার কঠিন পদার্থ। একে নরম ও পিচ্ছিল বলে মনে হয়। এটি তাপ ও বিদ্যুৎ পরিবাহী। এতে কার্বনের পরিমাণ ৯৫-৯৬%। কাগজে ঘষলে এর কালো দাগ পড়ে বলে একে পেন্সিলের শীষরূপে ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার গতি মন্থর করার জন্য গ্রাফাইট ব্যবহার করা হয়।
গ্রাফাইট নরম, পিচ্ছিল ও বিদ্যুৎ পরিবাহী
গ্রাফাইটে কার্বন পরমাণুসমূহ সমতলীয় স্তরাকারে অবস্থিত। প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে বন্ধন সৃষ্টি করে। এভাবে ছয়টি কার্বন পরমাণু একটি সুষম ষড়ভুজের সৃষ্টি করে। প্রতি স্তরে ষড়ভুজ জালের সৃষ্টি হয়। কার্বন পরমাণুসমূহ এ জালের প্রতিটি কোণে অবস্থিত। পরস্পরের সমান্তরালে অবস্থিত এ ধরনের অসংখ্য শিট বা স্তরের মধ্যে কোন রাসায়নিক বন্ধন না থাকায় এরা একে অন্যের উপর দিয়ে চলাচল করতে পারে। এ কারণে গ্রাফাইট নরম ও পিচ্ছিল। বিদ্যুৎ পরিবহনের  সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে, কার্বন পরমাণুর চারটি যোজ্যতা ইলেক্ট্রনের মধ্যে  তিনটি ইলেক্ট্রন তিনটি কার্বন পরমাণুর সাথে বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয়। অপর ইলেক্ট্রনটি মুক্ত থাকে। এ মুক্ত ইলেক্ট্রনগুলো গ্রাফাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে।

Subject

Chemistry