dulton

ব্রিটিশ রসায়নবিদ জন ডাল্টন (জন্ম ১৭৬৬, মৃত্যু ১৮৪৪) ১৮০৩ সালে ডেমোক্রিটাসের মতবাদকে সমর্থন করে তারঁ পরীক্ষামূলক কাজ হতে বলেন যে,“পরমাণু অবিভাজ্য, তাদের সৃষ্টি বা ধ্বংস নেই। প্রত্যেক পদার্থই অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত। একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন।” একে ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। এই পরমাণুবাদের জন্যই জন ডাল্টনকে আধুনিক রসায়নের জনক বলা হয়। কারণ পরমাণুবাদই হচ্ছে আধুনিক রসায়নের ভিত্তি।

Subject

Chemistry