ভূপৃষ্ঠের কোন অল্প পরিসর অঞ্চল হঠাৎ উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বায়ু উষ্ণ, হালকা এবং সম্প্রসারিত হয়ে উপরে ওঠে এবং সেখানে নিশ্চাপ কেন্দ্রের সৃষ্টি হয়।কিন্তু এর চারিদিকে তখন বায়ুর উচ্চচাপ অবস্থা বিরাজ করে। পরবর্তীতে চাপের সমতা রক্ষার্থে চতুর্দিকের শীতল ও উচ্চচাপ বিশিষ্ট এলাকা হতে শীতল এবং ভারি বায়ু প্রবল বেগে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে নিশ্চাপ কেন্দ্রে প্রবেশ করে। নিশ্চাপ কেন্দ্রে প্রবেশ করে এই বায়ু উত্তপ্ত বায়ুর সাথে মিশে উষ্ণ ও হালকা হয়ে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে বা যে কোন দিকে প্রবাহিত হতে শুরু করে। এরুপ বায়ুই ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাত নামে পরিচিত।

Subject

Chemistry