মূলত সমাসবদ্ধ পদ কিন্তু ধ্বনিগত রূপান্তরের ফলে তাদের আর চেনাই যায় না। যেমন, ভাজ <ভ্রাতৃ-জায়া, ভাশুর<ভ্রাতৃশ্বশুর, কুমোর<কুম্ভকার, কামার <কর্মকার, চামার<চর্মকার, আটাসে (আটমেসে), অঘ্রান (<অগ্রহায়ণ), আখড়া < অক্ষবাট, বাসর < বাসগৃহ, পাঁচড়া< পঞ্চবট, গাঙ্গুলি (গঙ্গকুলিক) ইত্যাদি।

এই সব শব্দ মূলত সমাসবদ্ধ, কিন্তু চোখে তা ধরাই যায় না, এই রকম শব্দের সংখ্যা বাংলায় নেহাত কম না। এগুলোকে ছদ্মবেশী সমাস বলে।

বিদেশি নামে এমন সব উদাহরণ মেলে, সেগুলো যে সমাসবদ্ধ পদ বা চট করে ধরা পড়ে না। যেমন Johnson = son of John, বেনজামিন = জামিনের ছেলে, Dickson = son of Dick ইত্যাদি।

Subject

Bangla