আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কবে?

উত্তর- ৯ই ডিসেম্বর

দুর্নীতিবিরোধী সনদে কয়টি দেশ স্বাক্ষর করেছে?

উত্তর- প্রায় ১৫০টি।

বাংলাদেশ কবে এ সনদে অনুস্বাক্ষরের ফলে এই সনদের অংশীদার দেশ হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে?

উত্তর-২০০৭ সালের ২৭শে ফেব্রম্নয়ারী।

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অপরিহার্য উপাদান কি? উত্তর- গণতন্ত্র ও সুশাসন।

জনগণের দেয়া করের বিপরীতে রাষ্ট্রীয় কাজে সহায়তার জন্য নিয়োগ প্রাপ্ত হয় কোনটি? উত্তর- জনপ্রশাসন।

প্রকৃত গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ড়্গেত্রে প্রধান বাধা কি?

উত্তর- দূর্নীতি

জাতিসংঘ প্রণীত ‘ম্যানুয়াল অন অ্যান্টি করাপশন পলিসি’ (Manual on Anti-Corruption Policy) এর মতে দুর্নীতি কি?

দুর্নীতির আর্থ-সামাজিক কারণগুলো লিখ।

উত্তরঃ ১। ক্রমবর্ধমান ভোগবাদী প্রবণতা ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় ২। আয়-ব্যয়ের অসামঞ্জস্যতা

গণতন্ত্র ও জাতীয় সততা ব্যবস্থায় অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান         কোনগুলো?

উত্তর ঃ ১। জাতীয় সংসদ ২। বিচার ব্যবস্থা ৩। জনপ্রশাসন ৪। গণমাধ্যম ৫। সুশীল সমাজ ইত্যাদি।

ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহার করাই হল উত্তরঃ দুর্নীতি।

দুর্নীতি শব্দের উৎপত্তি এবং অর্থ লিখ।

উত্তরঃ ল্যাটিন শব্দ Corruptus থেকে এসেছে এবং এর   অর্থ হল ‘ধ্বংস‘ বা ক্ষতি সাধন।

দুর্নীতির আইনগত ও প্রশাসনিক কারণগুলো কি কি?

উত্তরঃ ১। জাতীয় প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা

২। রাজনৈতিক প্রভাব ৩। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ৪। দায়িত্বে অবহেলা ৫। তথ্যে অধিকারের অভাব

বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে প্রশাসনে কোন প্রভাব কেমনভাবে দেখা যায়?

উত্তরঃ রাজনৈতিক প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয়।

Part 2

রাজনৈতিক প্রভাব ব্যাপকভাবে দেখা দেওয়ায় কোন দুর্নীতি বেশি বৃদ্ধি পায়?

উত্তরঃ আমলাতান্ত্রিক দুর্নীতি।

একটি জরিপের ফল অনুযায়ী কতটি খাতে কতটি সেবা নিতে কত শতাংশ লোক ঘুষ প্রদান করে?

উত্তর- ৯টি খাতে ২৫টি সেবা নিতে প্রায় ৭৪ শতাংশ লোক ঘুষ প্রদান করে। কিসের মতে বাংলাদেশে অবৈধ আয়ের পরিমাণ মোট জাতীয় আয়ের শতকরা ৩০-৩৪ ভাগ?

উত্তর- জাতীয় রাজস্ব বোর্ডের মতে।

কার্যকর সংসদ প্রয়োজন হয় কী জন্য?

উত্তর- সুশাসন প্রতিষ্ঠার জন্য।

বাংলাদেশের প্রশাসন কিসের উত্তরাধিকার?

উত্তর- ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো।

বাংলাদেশের প্রশাসনে উপস্থিতি নেই কোনটির?

উত্তর- জবাবদিহিতা।

বাংলাদেশের ৫০-৬০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বিগত কত বছরে?

উত্তর-৩৫ বছর।

কোন খাতে দুর্নীতির দরুন প্রায় ৮-১০ হাজার কোটি টাকা জাতীয় আয় থেকে বঞ্চিত হচ্ছে?

উত্তর- বিদ্যুৎ ও অন্যান্য সেবা খাতে।

দুর্নীতির ফলে সৃষ্ট সমস্যা কি?

উত্তর- সামাজিক বৈষম্য।

কারা দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়?

উত্তর- দেশের সাধারণ জনগণ, বিশেষ করে নারী, শিশু ও সংখ্যালঘু গোষ্ঠির ন্যায় যারা সুবিধাবঞ্চিত।

গতিশীল সংসদ কী জন্য প্রয়োজন?

উত্তর- সংসদীয় পদ্ধতিতে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য।

সংসদে কোন কমিটি দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে?

উত্তর- সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।

সরকারী কর্মকর্তা কর্মচারীরা যাতে ঘুষ ও দুর্নীতিতে জড়িত হতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্যে কোন আইন করা হয়?

উত্তর- ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন।

কোন ব্যাক্তির আয় ও ব্যয়ের অসঙ্গতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় কোন আইনের মাধ্যমে?

উত্তর- ১৯৫৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন। কোন আইনের উপর ভিত্তি করে কত সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠিত হয়?

উত্তর- ২০০৩ সালে গৃহীত দুর্নীতি দমন আইনের উপর ভিত্তি        করে ২০০৪ সালে।

কত সালে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন ও বিধিমালা প্রণয়নসহ ব্যাপক সংস্কার হয়?

উত্তর- ২০০৭ সালে

জাতিসংঘ সাধারণ পরিষদ কত সালে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে ঘুষ ও দুর্নীতিবিরোধী জাতিসংঘ ঘোষণা করে? উত্তর- ১৯৯৬ সালে।

কত সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দুর্নীতিবিরোধী সনদ প্রণয়ন করে?

উত্তর- ২০০৩ সালের ৩১ শে অক্টোবর।

 

Part 3

 

দুর্নীতি বিরোধী সনদ কবে কোথায় স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?

উত্তর- ২০০৩ সালের ৯ই ডিসেম্বর মিক্সেকোর মেরিডাতে।

জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকারই হল গণতান্ত্রিক সরকার। কার মত?

উত্তর- আব্রাহাম লিংকন।

সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত ও আইনের শাসনের অধীনে জনগণের সব ধরণের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা কি?

উত্তর- গণতন্ত্রের মূলনীতি।

রাষ্ট্র পরিচালনায় সর্বত্র আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নামই কি?

উত্তর- সুশাসন।

বর্তমান যুগকে কী বলা হয়।

উত্তর- তথ্য বিপস্নবের যুগ।

এ সময়ের প্রধান সম্পদের একটি কি?

উত্তর- তথ্য।

সুশাসন প্রতিষ্ঠার জন্য কি নিশ্চিত  করতে হয়?

উত্তর- তথ্যের অবাধ প্রবাহ।

আলোকভেদী স্বচ্ছ কাগজের মতো রাষ্ট্রের সকল কর্মকান্ড দৃষ্টিগ্রাহ্য বোধগম্য হওয়া বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়।

উত্তর- স্বচ্ছতা

নির্ভর যোগ্যতা (Reliability) ও যথার্থতা (Validity) কিসের সাথে জড়িত?

উত্তর- স্বচ্ছতা

Part 4

আমাদের সংবিধানের কোনভাগের কোন কোন ধারা নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার প্রদান করে।

উত্তর- ৩য় ভাগ, ২৬ তম ধারা থেকে ৪৭ক ধারা পর্যন্ত।

‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’ কোন ধারায় বর্ণিত?

উত্তর- সংবিধানের ২৭ ধারায়।

জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালন করে কারা?

উত্তর- সুশীল সমাজ।

’সকল প্রকার সুখ ভোগ্য নয়’-কার মত?

উত্তর- এপিকিউরাস।

দায়বদ্ধতার প্রতিশ্রুতি ও দায়-দায়িত্বের স্বীকারোক্তি কি?

উত্তর- জবাবদিহিতা।

কোন ধরণের রাষ্ট্রব্যবস্থায় দায়বদ্ধতা ও জবাবদিহিতার বিষয় থাকে না?

উত্তর- একনায়কতন্ত্র ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়।

একটি আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কী অপরিহার্য।

উত্তর- জবাবদিহিতা।

জনপ্রশাসনের Public Administration সদস্য কারা?

উত্তর- সকল সত্মরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী?

‘সিন্ডিকেট’ এর আভিধানিক অর্থ কী?

উত্তরঃ ‘সাময়িকপত্রে প্রবন্ধ নিবন্ধ, ব্যঙ্গচিত্র ইত্যাদি সরবরাহকারী বাণিজ্যিক সমিতি; সংবাদ সমিতি।

Subject

Bangla