খিড়কি

বাড়ির পেছনের দিক বা পেছনের দিকের দরজা।

আনাড়ি

অনিপুণ।

জবড়জঙ

পারিপাট্যহীন। বেমানান। বেঢপ।

অন্তঃপুরিকা

অন্দর মহলের মহিলা।

ওঁচা

হেয়, জঘন্য, নিকৃষ্ট।

কোষ্ঠি

জন্মপত্রিকা, জীবনের শুভাশুভ নিরূপিত থাকে এমন পত্র।

মূঢ়তা

অনভিজ্ঞতা, বোকামি।

আইবড়

অবিবাহিত, এখানে নিন্দাসূচক ব্যবহার ঘটেছে।

পঞ্চমস্বর

কোকিলের সুরলহরী, রাগবিশেষ।

সংশয়

দ্বিধাবোধ, অনিশ্চয়তা, আশংকা।

চুলায় দিতে পারিতাম

পরিত্যাগ করতে বা বিসর্জন দিতে পারতাম।

মার্টিনো

ইংরেজ লেখক।

প্রত্নতাত্ত্বিক

প্রাচীন ধ্বংসাবশেষ, মুদ্রালিপি ইত্যাদি থেকে ঐতিহাসিক তথ্য নির্ণয়ের বিদ্যা বা প্রত্নতত্ত্বের পণ্ডিত ব্যক্তি।

তাম্রশাসন

তামার পাতে খোদাই করা প্রাচীন কালের রাজাজ্ঞা বা অনুশাসন।

বিষম

দারুণ।

এফ.এ

সে সময়ে বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়কে এফ.এ বলাহত।

বার্ক

এডমন্ড বার্ক (১৭২৯-১৭৯৭) ইংরেজ রাজনীতিক প্রাবন্ধিক এবং সুবিখ্যাতবক্তা।

ফ্রেঞ্জ রেভোল্যুশন

আঠারো শতকের শেষ প্রান্তে সংঘটিত ঐতিহাসিক ফরাসি বিপ্লবের উপরে লেখা এন্ডমন্ড বার্কের গ্রন্থ এটি ১৭৯০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

প্রস্রবণ

ঝরনা।

অন্ত:পুরিকা

অন্দর মহলের মহিলা

খোট্রা

নিন্দার্থে হিন্দিভাষী লোকজন।

ক্ষণজীবিকা

স্বল্পস্থায়ী

জনশ্রুতি

কায়দাকানুন

ওচাঁ

হেয়, জঘন্য, নিকৃষ্ট

রাস

শ্রীকৃষ্ণের রাসলীলা সংক্রান্ত উৎসব

কোষ্ঠি

জন্মপত্রিকা, জীবনের শুভশুভ নিরুপিত থাকে এমন পত্র।

আইবড়

অবিবাহিত, এখানে নিন্দাসূচক ব্যবহার ঘটেছে।

পঞ্চমস্বর

কোকিলের সুরলহরী, রাগবিশেষ।

বাজখাই নাদ

কর্কশ ধ্বনি, বাজ খা বা বাজ বাহাদুর খা নামে একজন গায়েকের মাধুর্যহীন কর্কশ কণ্ঠস্বর বাসুর এর অনুরূপ ধ্বনি।

গৌরীদান

আট বছর বয়সী কণ্যাকে গৌরীদান।

টিপাই

তিন পায়াওয়ালা ছোট টেবিল।

গালিচা

কার্পেট।

পদ্মাসন

পদ্মের আসন।

হিমালয়ের তিনি যেন মিজ

হিমালয়ের একটি শৃঙ্গের নাম গৌরীশঙ্গর। তিনি থাকতেন হিমালয়ে। তাঁর চরিত্রে ও ছিল হিমালয়ের বৈশিষ্ট্য। এসব বিবেচনায় অপু তার শ্বশুরকে হিমালয়ের মিতা বলেছে।

সৌখিন

মনোরম, বিলাসী

ঋষি

শাস্ত্রজ্ঞ তপস্বী

দেবার্চনা

দেবতার আরাধন, পূজা

মার্টিনো

ইংরেজ লেখক

কন্টকশয়ন

বর্গটার বিছনো।

গিরিনন্দিনী

পর্বতদুহিতা, এখানে হৈমন্তীকে বলা হয়েছে।

শান্ত ব্যামো

কঠিন অসুখ, দুরারোগ্য ব্যাধি।

দক্ষিণার জোরে

টাকা পয়সা দিয়ে।

ধ্রুব

অক্ষয়।

প্রজাপতি

ব্রহ্মা।হিন্দু পুরাণ অনুসারে বিয়ের দেবতা।

বিষম

দারুণ, দুঃসহ।

মুগ্ধবোধ ব্যাকরণ

বোপদেব গোস্বামী রচিত সংস্কৃত ভাষার বিখ্যাত ব্যাকরণ-মুগ্ধবোধং ব্যাকরণম্‌।

Subject

Bangla