‘বয়সকালে সে লাঠি খেলত, এখন সে লাঠি খেলেনা, কিন্তু ঐতিহ্যরুপে বাবরি চুল রাখে’-কে?
উত্তর : কলিমদ্দি দফাদার ।

কলিমদ্দি কিসের চাষ করে?
উত্তর : আগুইনা চিতা (এক ধরনের ভেষজ উদ্ভিদ)।

কলিমদ্দির বোর্ড অফিস কোথায় অবস্থিত?
উত্তর : বাজার সংলগ্ন শীতলক্ষ্যার তীরে।

‘জায়গা জমি নেই, ওরা রাতভর ঢেঁকিতে চিড়া কুটে, দিনে মুড়ি ভাজে, চিড়া মুচি বেচে ওরা দিন গুজরান বরে। কোন গল্পেরও কারা?
উত্তর : কলিমদ্দি দফাদার গল্পে এবং হরিমতি ও সুমতি।

এক বছরের মধ্যেই পুলের বারোটা বাজে কিসেন জন্য?
উত্তর : গরু ছাগল পারাপারের জন্য।

সাঁকোর স্থিতি কিসের মতো নড়বড়ে?
উত্তর : শতকরা ৮০ জন গ্রামবাসীর আর্থিক স্থিতির মতো।

অথৈ পানির স্রোত কোথায় দেখা যায়?
উত্তর : পুলের নিচে।

সড়কের মধ্যে রাইফেল রেঞ্জের মধ্যে পড়া কিশোরের পরনে,মাথায় এবং কাধে কি চিল?
উত্তর : পরনে ছিল-গামছা,মাথায় ছালা বোঝাই ঘাস কাঁধে-লাঙ্গল-জোয়াল।

গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার জন্য ধান ক্ষেতের উপর দিয়ে কি আসে?
উত্তর : নাওদাড়া।

‘এখন বয়স প্রায় ষাট, চুল দাঁড়িতে পাক ধরেছে’- কার?
উত্তর : কলিমদ্দির।           

একদল খান সেনারা কলকারখানা শাসনের সুবিধার্থে কোথায় কোথায় ছাউনি করেছে?
উত্তর : ১। বাজার সংলগ্ন হাইস্কুলেও ২। নদীর ওপারে মিলের রেস্ট হাউজে।

'সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম কয় তা পালন করে।’ কার সম্পর্কে বলা হয়েছে?
উত্তর : কলিমদ্দি দফাদার সম্পর্কে।

‘সে আড় কাঠি,আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি’ কার?
উত্তর : কলিমদ্দি দফাদারের।

তিন তক্তার পুলটি কিভাবে তৈরী হয়েছে?
উত্তর : দু’তিন বছর আগে, কিছু ইউনিয়ন বোর্ডের সাহায্যে কিছু গ্রামবাসীর চাঁদার।

‘কোন্দা’ কী?
উত্তর : তাল গাছ দিয়ে তৈরী নৌকা।

ইউনিয়ন বোর্ডের দফাদারিতে ঢোকার সময় কলিমদ্দির বয়স কত ছিল?
উত্তর : বিশ-বাইশ।

‘কলিমদ্দি দফাদার’ গল্পে বাংলাদেশের যে নদীর উল্লেখ আছে।
উত্তর : শীতলক্ষ্যা।

গল্পটিতে উল্লেখিত গ্রামে ঢুকতে কি লাগে?
উত্তর : নাও-কোন্দা লাগে।

‘অনভ্যস্তের জন্য প্রায় ক্ষেত্রে পুলসেরাত’-কোনগুলো?
উত্তর : বাশের সাঁকো,কাঠের পুল।

বয়সকালে কলিমদ্দি কী খেলত?
উত্তর : লাঠি।

এগল্পে কী কী ফলের কথা বলা হয়েছে?
উত্তর : আম, কাঠাল, পেয়ারা, পেঁপে, কলা, তাল = ৬টি।

এ গল্পে কি কি প্রাণীর কথা বলা হয়েছে?
উত্তর : গরু, ছাগল, হাঁস, মোরগ, ছুচো, ইঁদুর, বিড়াল, কুকুর, অশ্ব, মানুষ = ৯টি।

দেয়ালে টাঙানো ব্লাক বোর্ডে কি ছিল?
উত্তর : অর্ধ সমাপ্ত অঙ্ক।

বাঁশের সাঁকো ও কাঠের পুল পারাপারের জন্য কী প্রয়োজন?
উত্তর : ট্রেনিং আবশ্যক।

সাঁকোগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর : পুলসেরাত ।

দূর্বল খুটির ওপর স্থাপিত এসব কাঠের পুলে চড়ামাত্র কিসের মত নড়ে?
উত্তর : বুড়ো মানুষের দাঁতের মতো খটখট নড়ে।

কলিমদ্দি কী করে?
উত্তর : এলাকার দফাদারি।

কলিমদ্দি কত বছর বয়সে দফাদারিতে ঢুকেছিল?
উত্তর : বিশ-বাইশ বছর বয়সে ইউনিয়ন বোর্ডের দফাদারিতে ঢুকেছিল।

কলিমদ্দির বয়স কত?
উত্তর : প্রায় ৬০ বছর।

চৌকিদারের সর্দার কে?
উত্তর : দফাদার।

গ্রামাঞ্চলের একটি মর্যাদাবান পদ কী?
উত্তর : দফাদার।

যৌবনে রাত জেগে পুঁথি পড়ত কে?
উত্তর : দফাদার।

দফাদার সাবকে সপ্তায় কয়দিন হাজিরা দিতে হয়?
উত্তর : একদিন।

কলিমদ্দি দফাদারের বেতন কেমন এবং সংসারে সদস্য সংখ্যা কত?
উত্তর : বেতন সামান্য এবং সংসারে সদস্য সংখ্যা ৫ জন।

দফাদারের অতিরিক্ত আয়ের উৎস কী কী?
উত্তর : আম,কাঁঠাল,পেয়ারা,ও পেঁপে বিক্রি করে।

দফাদারের কী কী পশু আছে?
উত্তর : একটি ছোট গাভী।

ইউনিয়ন বোর্ডের কাঁচা সড়ক পথে পশ্চিম দিকে কিসের অভিযান?
উত্তর : মুক্তিবিরোধী অভিযান ।

ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে কোথায় অবস্থিত?
উত্তর : থানার কাছাকাছি।

‘মুক্তি কিধার হ্যায় বোলো’ উক্তিটি কোন গল্পের?
উত্তর : কলিমদ্দি দফাদার

বাড়ুই জাতীয় হিন্দুর বাস কোনদিবে?
উত্তর : বাজারের পশ্চিম দক্ষিণে।

সুতরাং সন্দেহের কারণ নেই। উক্তিটি কোন গল্পের?
উত্তর : কলিমদ্দি দফাদার গল্পে।

কলিমদ্দি খাওয়ার জন্য কত টাকা পায়?
উত্তর : তিন টাকা।

কি বারের উল্লেখ আছে?
উত্তর : বুধবারের।

কলিমদ্দির ডিউটি পড়ে কয়টায়?
উত্তর : সকাল দশটায়।

ছায়াঘন বাঁশঝাড়, সুপারিগাছ, কলা গাছ, পানের বরজ এই গুলো কোন গল্পে আছে?
উত্তর : কলিমদ্দি দফাদার গল্পে।

কতজন যমদূতের উল্লেখ আছে?
উত্তর : পাঁচজন।

মাটির কলসী কাঁখ থেকে ফেলে পশ্চিম দিকে দৌড় দেয় কে?
উত্তর : হরিমতি ও সুমতি।

হরিমতি ও সুমকির মধ্যে সম্পর্ক কি এবং তারা কেমন বস্ত্রে ছিল?
উত্তর : মা-মেয়ে এবং তারা আদ্র বস্ত্রে ছিল।

ছুঁচো ইঁদুরের উল্লেখ আছে কোথায়?
উত্তর : কলিমদ্দি দফাদার গল্পে

রোজ দল বেধে বেরোয় কারা?
উত্তর : খান সেনারা।

কতজন সশস্ত্র খান সেনা?
উত্তর : আট-দশজন।

কচুরিপানার উল্লেখ আছে কোথায়?
উত্তর : কলিমদ্দি দফাদার গল্পে।

কোন রোগের উল্লেখ আছে?
উত্তর : কলেরা।

দু’চারটা গরু ছাগল কি দিয়ে বাধা?
উত্তর : দড়ি দিয়ে।

সানে কিসের পুল?
উত্তর : কাঠের।

কলিমদ্দিকে আবার কবে দেখা যায়?
উত্তর : ১৬ই ডিসেম্বর সন্ধায় বাজারের চা স্টলে।

এই গল্পে কয়টি গরুর উল্লেখ আছে?
উত্তর : তিন চারটে গরু।

রাখালের বয়স কত?
উত্তর : ষোল বছর।

কলিমদ্দির বাল্যকালের পাতানো দোস্তের নাম কি?
উত্তর : সাইজদ্দি খলিফা।

গ্রামবাসীরা আত্মগোপন  করে কিভাবে?
উত্তর : নাও কোন্দা বেয়ে  অথৈ পানিতে ভাসমান উদ্ধত ধানের শীষের আড়ালে।

 

Subject

Bangla