জন্ম ২৫ জানুয়ারি, ১৮২৪ খ্রিস্টাব্দ। 
জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে।
পিতারনাম রাজ নারায়ন দত্ত
মৃত্যু ২৯ জুন, ১৮৭৩ খ্রিস্টাব্দ।
উপাধি মাইকেল।
পরিচিতি
(১) আধুনিক বাংলা কবিতার জনক।(২) অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।(৩) প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা।
ইংরেজি কাব্য (১) Captive lady(২)  Vision of the past.
মহাকাব্য (১) মেঘনাদ বধ(২)       তিলোত্তমাসম্ভব কাব্য
গীতিকাব্য (১)     ব্রজাঙ্গনা কাব্য(২)    বীরাঙ্গনা কাব্য(৩)    চতুর্দশপদী কবিতাবলী।
নাট্যগ্রন্থ (১)     শর্মিষ্ঠা (২)      পদ্মাবতী(৩)      কৃষ্ণকুমারী(৪)    মায়াকানন
প্রহসন (১)     বুড়ো শালিকের ঘাঁড়ে রোঁ(২)      একেই কি বলে সভ্যতা
গদ্যকাব্য (১) হেক্টর বধ

Subject

Bangla