middle

মাধ্যাকর্ষণ বলের (Gravitational Force) প্রভাবেই মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে আর্কষণ করে। এ বলের কারণেই কোন বস্তু উপরে  ‍ছুড়ে মারলে তা পূনরায় মাটিতে এসে পড়ে। বস্তুর ভর যত বেশি মাধ্যাকর্ষণ বলও তত বেশি। পৃখিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাব থেকে বের হয়ে অসীম দূরত্বে যেতে যে বেগ নিয়ে উপরে নিক্ষিপ্ত হতে হয় তাকে বলে পৃথিবীর মুক্তি বেগ (Escape velocity)। যেমন: রকেট। মুক্তি বেগের চেয়ে বেশি বেগে চলে বলেই রকেট পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি জমাতে পারে। কোনো বস্তুর এই আকর্ষণ বলকে অতিক্রম করার জন্য যে গতি দরকার, তা যদি আলোর গতির চেয়েও বেশি হয়, তবে আলোর পক্ষেও সেখান থেকে বের হওয়া সম্ভব হয় না। ব্ল্যাক হোল খেকে আলো বের হতে না পারার কারণ তার প্রচণ্ড মাধ্যাকর্ষণ বল।

Subject

Physics