karburator

 

গাড়ির কার্বুরেটরের কাজ:
কার্বুরেটরের প্রধান কাজ হল জ্বালানীর সাথে বাতাসের মিশ্রিণ। কার্বুরেটরে উচ্চচাপে জ্বালানি প্রবাহিত হওয়ার সময় বাষ্পে পরিণত হয়। এই বাষ্প উপযুক্ত পরিমাণ বায়ুর সাথে মিশে একটি বিস্ফোরক দ্রব্যে পরিণত হয় যা ইঞ্জিনকে চালাতে সাহায্য করে। পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে।

Subject

Physics