gma

বর্ণালীতে  ১০-১১ মিটারের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যওে সকল বিকিরণই গামা রশ্মি। অর্থাৎ সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে গামা রশ্মি। পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে যে তেজস্ক্রিয় রশ্মি উৎপন্ন হয় তার অধিকাংশই গামা রশ্মি। এ রশ্মির প্রভাবে মানুষের দেহ পুড়ে যেতে পারে, অকালে চুল পড়ে যেতে পারে, ক্যানসার, টিউমার হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। এ রশ্মির শক্তি দৃশ্যমান আলোর চেয়ে ৫০০০০ গুণ বেশি।

Subject

Physics