laser

LASER এর পূর্ণরুপ হল Light Amplification by Stimulated Emission of Radiation. কোন বিশেষ পরমাণুকে ফোটন কণিকা দ্বারা উত্তেজিত করে লেজার রশ্মি তৈরী করা হয়। এ রশ্মি অত্যধিক লক্ষ্যভেদি, সুসঙ্গত, একক রঙের এবং তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো। অনেক দূরত্ব অতিক্রম করার পরও লেজার রশ্মির দিক বিচ্যুতি ঘটে না। লেজার যন্ত্রের মাধ্যমে আলোক তরঙ্গকে কোন স্ফটিকের মধ্য দিয়ে চালনা করা হলে উদ্দীপিত নিঃসরণ ঘটে এবং অতি শক্তিশালী সংসক্ত সুসংগত আলোক রশ্মি নিঃসরিত হয়। এই রশ্মির নাম লেজার রশ্মি। বিজ্ঞানী মাইম্যান  ১৯৬০ সালে লেজার রশ্মি আবিষ্কার করেন।

Subject

Physics