পেট্রোল ইঞ্জিন এক ধরণের তাপীয় ইঞ্জিন। মোটর গাড়ি, লঞ্চ,এরোপ্লেন এর ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনে, প্রেট্রোলকে বাষ্পে পরিণত করে কারবুরেটর । এই বাষ্পকে যথাযথ অনুপাতে বায়ুর সাথে মেশানো হয় এবং এই মিশ্রণ পেট্রোল ইঞ্জিনের জ্বালানী হিসেবে কাজ করে। পেট্রোল ইঞ্জিনের স্পার্ক প্লাগ বিদ্যুৎ  স্ফুলিঙ্গেও সাহায্যে পেট্রোল ও বায়ুর মিশ্রণে আগুন ধরায়। ড. অটো  ১৮৮৬ সালে প্রথম পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন।

 

Subject

Physics