শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দুরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। ০C  তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শব্দের বেগ ৩৩২ মিটার/সেকেন্ড। আর প্রতি সেন্টিগেড তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি ০.৬ মিটার/সেকেন্ড বৃদ্দি পায়। বাতাসের আর্দ্রতা বেগে গেলেও শব্দের দ্রুতি বাড়ে। মাধ্যমে কম্পন তৈরী করে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়। মাধ্যমের ঘনত্ব স্থিতিস্থাপকতার উপর শব্দের গতিবেগ নির্ভর করে। শব্দ শুধু বাতাস মাধ্যমে সঞ্চারিত হয় না। যে মাধ্যমের ঘনত্ব যত বেশি এবং স্থিতিস্থাপক সে মাধ্যমে শব্দের বেগ তত বেশি। এটি কঠিন,বায়বীয় ও তরল পদার্থের মাধ্যমেও সঞ্চারিত হতে পারে। মাধ্যমের ঘনত্ব যত বেশি হয় কম্পন উৎপাদন এবং শব্দ চলাচল তত সহজতর হয়। এজন্য কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে,  তরল মাধ্যমে তার চেয়ে ধীরে চলে। বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শূন্যস্থানে শব্দের বেগ শূন্য।
বাতসে শব্দের গতি ঘন্টায় ৭৫৭ মাইল। লোহার মধ্যদিয়ে শব্দ বাতাসের চেয়ে ১৫ গুণ দ্রুত চলে। স্বাভাবিক অবস্থায় লোহাতে শব্দের দ্রুতি ৫৩০০মিটার/সেকেন্ড। পুকুরের পানিতে বৃষ্টির ফোটা পড়লে বাইরে থেকে সে শব্দ খুব আস্তে শোনা যায়, কিন্তু পানিতে ডুব দিয়ে শুনলে ঐ শব্দ থেকে বেশ জোড়ে শোনা যায়। এ থেকে বোঝা যায় শব্দ বায়বীয় মাধ্যম অপেক্ষা তরল মাধ্যমে দ্রুত চলে। পানিতে শব্দের বেগ ১৪৫০ মিটার/সেকেন্ড।

Subject

Physics