সরণঃ
পারিপার্শ্বিক সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনই সরণ। এর একক হলো মিটার।

 বেগ
সময়ের সাথে কোন বস্তুর সরণের হারই বেগ। বস্তু একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে সুষমবেগ এবং সমান সময়ে বিভিন্ন রকমের দূরত্ব অতিক্রম করলে অসমবেগ বলে।

 ত্বরণ
    সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারই ত্বরণ। নির্দিষ্ট দিকে বস্তুর বেগ একই হারে বাড়তে থাকলে সূষম ত্বরণ এবং ভিন্ন হারে বাড়তে থাকলে অসম ত্বরণ বলে।

Subject

Physics