তাপীয় ইঞ্জিন:
যে শক্তি তাপ শক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করে তাকে তাপ ইঞ্জিন বলে। পেট্রোল ইঞ্জিন,ডিজেল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন তাপীয় ইঞ্জিনের উদাহরণ।তাপীয় ইঞ্জিন দু’ধরণের -অন্তর্দহ ইঞ্জিন ও বহির্দহ ইঞ্জিন ।

অন্তর্দহ ইঞ্জিন:
যে ইঞ্জিনের দহন ক্রিয়া ইঞ্জিনের মূল অংশের ভিতরে ঘটে তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে । পেট্রোল ইঞ্জিন,ডিজেল ইঞ্জিন অন্তর্দহ ইঞ্জিনের উদাহরণ। মোটর গাড়ি, এরোপ্লেনে এ ধরণের ইঞ্জিন ব্যবহার করা হয়।

বহির্দহ ইঞ্জিন:
যে ইঞ্জিনের দহন ক্রিয়া ইঞ্জিনের মূল অংশের বাহিরে ঘটে তাকে বহির্দহ ইঞ্জিন বলে। বাষ্পীয় ইঞ্জিন একটি বহির্দহ ইঞ্জিন। এ ইঞ্জিনে মূল ইঞ্জিনের বাইরে পানি ফুটিয়ে বাষ্প তৈরী করা হয় এবং এ বাষ্প শক্তিকে ইঞ্জিন চালানোর কাজে ব্যবহার করা হয়।

Subject

Physics