mohakorrsh

মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা এক অপরকে নিজের দিকে আকর্ষণ করে । এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক ও মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।

যদি m1 ও m2 দুটি বস্তুকণার মধ্যবর্তী দুরত্ব d হয় এবং m1 ও m2 এর মধ্যকার আকর্ষণ বল f হলে মহাকর্ষ সূত্রানুসারে,
 
এখানে G হল মহাকর্ষীয় ধ্রুবক             

Subject

Physics