পোলান্ডের একজন জোতির্বিদ। তিনি প্রথম সৌরকেন্দ্রিক মতবাদ “সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং গ্রহগুলো তার চারদিকে ঘুরে চলেছে”- প্রদান করেন ।  কিন্তু তৎকালীন প্রভাবশালী খ্রিস্টান যাজকগন এ মতবাদ গ্রহণ করতে অস্বীকার করে এবং কোপারনিকাসকে আগের মতবাদ স্বীকার করতে বাধ্য করে। পরবর্তীতে কোপারনিকাসের ছাত্র জিয়োর্দানো ব্রুনো গুরুর সৌরকেন্দ্রিক মতবাদ প্রচার করলে ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

 

For more information: http://en.wikipedia.org/wiki/Nicolaus_Copernicus

Subject

International