বিশ্বের প্রথম মহিলা

০১

প্রথম মহিলা নোবেল বিজয়ী-মাদাম কুরী পদার্থে ১৯০৩ সালে (পোল্যান্ড)

০২

শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলা বাথাভন সুটনার (১৯০৫)

০৩

সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলা-সেলমা লেগারলফ (১৯০৯)

০৪

বিশ্বের প্রথম লাইসেন্স প্রাপ্ত মহিলা পাইলট হ্যারিয়েট কইম্বি (১৯১১)।

০৫

যুক্তরাজ্যের প্রথম মহিলা মন্ত্রী-ক্যাথরিন এ্যাথল (১৯২৩)।

০৬

যুক্তরাজ্যের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী- ম্যাকলিন অল ব্রাইট।

০৭

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা অধ্যাপক-ডরোথী গ্যারোড (১৯৩৯)।

০৮

বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রতদূত-আলেজান্দ্রা কোলেনটাই (১৯৪৩।

০৯

জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি-বিজয় লক্ষ্মী পন্ডিত (১৯৫৩)।

১০

বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী-শ্রীমাবো বন্দরনায়েক (১৯৬০) শ্রীলঙ্কা।

১১

বিশ্বের প্রথম মহিলা মহাশূন্য যাত্রী-ভেলেন্তিনা তেরেসকোভা (১৯৬৩)।

১২

বিট্রেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী -মেডেলিন অলব্রাইট

১৩

জাপানের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী-মাকিকো তানাকা।

১৪

ক্যারিবিয়ান দেশগুলোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী-ইউজিনিয়া চার্লস (১৯৮০)

১৫

বাংলাদেশে প্রথম মহিলা প্রধান-বেগম খালেদা জিয়া (১৯৯১)

১৬

বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ড-ইসাবেলা পেরেন (১৯৭০-৭৭) আর্জেন্টিনা।

১৭

পাকিস্তানের (মুসলিম বিশ্বের প্রথম) মহিলা প্রধানমন্ত্রী-বেনজীর ভুট্টো।

Subject

International