keplar

১৬১৮ সালে ডেনমার্কের জ্যোতির্বিদ জন কেপলার বলেন, গ্রহগুলো কোন এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এ সম্পর্কে তিনি তিনটি সূত্র প্রদান করেন;
১)    উপবৃত্ত সূত্র : প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের নাভিতে বা ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে।
২)    ক্ষেত্রফল সূত্র : গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে।
৩)    সময়ের সূত্র : প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে এর গড় দূরত্বের ঘনফলের সামনুপাতিক।

Subject

Physics