radar

রাডার
রাডার এমন একটি যন্ত্র যার সাহায্যে দূরবর্তী কোন বস্তুর উপস্থিতি , দূরত্ব ও দিক নির্ণয় করা যায়। ইংরেজি RADAR শব্দটি Raido Detection And Ranging শব্দের সংক্ষিপ্ত রূপ। এর সাহায্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রতিফলনের মাধ্যমে কোন বস্তুর উপস্থিতি জানা যায়। রাডার যন্ত্র থেকে তড়িৎ চম্বকীয় তরঙ্গ নিক্ষেপ করা হয় এবং বস্তুতে প্রতিফলিত হয়ে সেই তরঙ্গ রাডারে ফিরে আসলে রাডার যন্ত্রটি তরঙ্গটিকে বিশ্লেষণ করে বস্তুটির দূরত্ব,উন্নতি, দিক প্রভৃতি নির্ণয় করে। বস্তুটির অভিমুখ ও রেঞ্জ বা পাল্লা নির্ণয় করা যায়, বস্তুটির বৈশিষ্ট শনাক্ত করা যায় এবং এসব তথ্য বা উপাত্তকে কার্যকরভাবে ব্যবহার করা যায়। যুদ্ধে শত্রু বিমানের উপস্থিতি ও গতিবিধি জানার জন্য মূলত এর উদ্ভব হলেও শান্তির সময় সমুদ্রে জাহাজ এবং আকাশে বিমানে পথ নির্দেশ, ঝড়ের পূর্বাভাস ইত্যাদি কাজে এটি ব্যবহার করা যায়।

রাডারের গঠনঃ
 রাডারে যেসব যন্ত্রপাতি থাকে সেগুলোকে মোটামুটি তিনভাগে ভাগ করা যায়;
১)    একটি প্রেরক যন্ত্র : এই যন্ত্র থেকে নির্দিষ্ট শক্তি বিকির্ণ হয় বা প্রেরিত হয় যাতে দূরবর্র্তী বস্তুটি (যে বস্তুর উপস্থিতি ও অবস্থান ও বৈশিষ্ট নির্ণয় করা হবে) থেকে বিবিরণ প্রতিফলিত হতে পারে। রাডারে মাইক্রোওয়েভ বা অতি হ্রস্ব তরঙ্গ ব্যবহৃত হয়।
২)    একটি গ্রাহক যন্ত্র : এটিই প্রেরক যন্ত্রের সাথেই অব্স্থান করে। এর সাহায্যে লক্ষ্যবস্তু থেতে প্রতিফলিত তরঙ্গ গ্রহণ করা হয়।
৩)    একটি নির্দেশক : প্রাপ্ত তথ্যকে উপস্থাপনের জন্য একটি নির্দেশক আছে। এটি টিভির মত।  এটি আসলে একটি ক্যাথড রি টিউব।

রাডারে যে কারণে অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়: রাডারের প্রেরক যন্ত্র থেকে প্রেরিত মাইক্রোওয়েভ(বেতার তরঙ্গ) এর ক্ষমতা কয়েক হাজার কিলোওয়াট হলেও বহু দূরবর্তী বস্তু থেকে ঐ তরঙ্গ যখন প্রতিফলিত হয়ে ফিরে আসে তখন তার ক্ষমতা খুব অল্প থাকে। এই জন্য প্রতিফলিত তরঙ্গকে বহুগুণ বিবর্ধিত করার প্রয়োজন হয়। এই তরঙ্গের বিবর্ধনের জন্য অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়। অ্যামপ্লিফায়রের সাহায্যে প্রতিফলিত সংকেতকে বিবর্ধিত করে নির্দেশকে প্রেরণ করলে তা আমাদের দৃষ্টিগোচর হয়।

রাডারের ব্যবহার:

  •     দূর পাল্লার বিমান বা শত্রু জাহাজ খুজে বের করতে রাডার ব্যবহার করা হয়।
  •     যুদ্ধাস্ত্রের সঠিক নিয়ন্ত্রণে রাডার ব্যবহার করা হয়।
  •     মিশাইল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়।
  •     বিমান চলাচল নিয়ন্ত্রণ।
  •     সামুদ্রিক জাহাজ নিয়ন্ত্রণ।
  •     বিমানের ওঠা-নামা নিয়ন্ত্রণ।
  •     চাঁদ ও নিকটবর্তী গ্রহ উপগ্রহ নিয়ে গবেষণা।
  •     প্রাকৃতিক দুর্যোগ, ঘুর্ণিঝড় ইত্যাদির পূর্বাভাস।

Subject

Physics