rocket

নিউটনের তৃতীয় সূত্রের তত্ত্ব অনুসারে রকেট চলে। রকেটে জ্বালানী পুড়িয়ে প্রচুর গ্যাস উৎপন্ন করা হয়। রকেটের পিছনের অংশ থেকে গ্যাস প্রচন্ড বেগে নির্গত হওয়ায় গতির বিপরীত  ক্রিয়ায় রকেটকে বিপরীত দিকে ধাক্কা দেয়। ফলে রকেট প্রচন্ড বেগে সামনের দিকে এগিয়ে যায়।
বিমান ও রকেট চালনার মূল  পার্থক্য হল রকেট চলার জন্য বাতাসের প্রয়োজন হয় না কিন্তু বিমান সম্পুর্ণ ভাবে বাতাসনির্ভর।

Subject

Physics