mic

প্রতিটি বস্তুর মধ্যেই অতি ক্ষুদ্র একটি জগৎ আছে, যা খালি চোখে দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। অনেক বৈচিত্র্য এ জগৎ। প্রতিটি প্রানী ও উদ্ভিদদেহ যে কোটি কোটি কোষের সমন্বয়ে গঠিত তা এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই জানা গেছে। ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাতি অণুজীব আবিষ্কারও সম্ভব হয়েছে এই যন্ত্রের সাহায্যে। আগের অণুবীক্ষণ যন্ত্রে লেন্স থাকেত একটি, বর্তমানে একাধিক লেন্স থাকার কারণে এ যন্ত্রের ক্ষমতা বেড়েছে অনেক গুণ। বর্তমানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আরো সূক্ষ্ম বস্তুকণাকে বড় করে দেখা সম্ভব হয়েছে।

Subject

Physics