sea

ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপ হয়। এটি আলট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করে যা সমুদ্রের তলদেশ হতে প্রতিফলিত  হয়ে ফিরে আসে এবং জাহাজে রক্ষিত হাইড্রোফোন যন্ত্রে ধরা পড়ে। সমুদ্রের তলদেশে শব্দতরঙ্গের যেতে-আসতে গৃহিত সময় হতে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। আধুনিক ফ্যাদোমিটারে তরঙ্গ সৃষ্টি, প্রতিধ্বনি গ্রহণ, সময় গণনা প্রভৃতি স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লেতে দেখা যায়।

Subject

Physics