alo

আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩×১০ মিটার এবং সূর্য হতে পৃথিবীর দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। সুতারাং, সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে ৫০০ সেকেন্ড বা ৮ মিনিট ২০ সেকেন্ড। আলো শূন্যস্থানে ৩×১০  মিটার/সেকেন্ড বেগে চলে। শূন্যস্থানের মধ্যে কোন বস্তুই আলোর চেয়ে বেশি বেগে চলতে পারেনা। মাইলে আলোর গতি ১ লক্ষ ৮৬ হাজার/সেকেন্ড এবং কিলোমিটারে আলোর গতি ৩ লাখ/সেকেন্ড।

Subject

Physics