নিউক্লিয় বিক্রিয়া নিয়ন্ত্রণ করা না গেলে যে স্থানে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া সংঘঠিত হয় সেখানে দীর্ঘদিন কোন ঘাস বা সবুজ উদ্ভিদ জন্মে না। নিউক্লিয় বিক্রিয়ার ফলে নির্গত তেজক্রিয়তা কয়েক শতাব্দীকাল পর্যন্ত মানুষের রোগব্যাধির কারণ হতে পারে। অনিয়ন্ত্রিত পারমাণবিক বিস্ফোরণে সৃষ্ট তেজক্রিয়তার ফলে ঐ স্থানে জন্মগ্রহণকারী শিশুর পঙ্গুত্ব, বিকলাঙ্গতা প্রভৃতি দেখা যায়।

Subject

Physics