নিউক্লিয় শক্তি ব্যবহারে অসুবিধা
১)    নিউক্লিয় শক্তি ব্যবহারের জন্য প্রকল্প তৈরি এবং শক্তির ব্যবহার অত্যন্ত ব্যয়বহুল।
২)    অত্যন্ত উচ্চমানের রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং যান্ত্রিক ত্র“টির ফলে দ্রুত মারাত্মক পরিবেশ দূষণ হয়।
৩)    নিয়ন্ত্রণ ব্যাহত হলে প্রচণ্ড বিস্ফোরণে আশেপাশের ভূখণ্ডকে ধ্বংস¯তূপে পরিণত করে।
 
নিউক্লিয় শক্তি ব্যবহারে সুবিধা
১)    এই শক্তি ব্যবহারে স্বল্প ব্যয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়।
২)    স্বল্প জ্বালানী ব্যয়ে অধিক বিদ্যুৎ উৎপন্ন করা যায়।
৩)    অন্যান্য শক্তি উৎস ফুরিয়ে গেলেও পারমাণবিক শক্তির উৎস নিঃশেষ হওয়ার সম্ভাবনা কম।
৪)    একবার শক্তি উৎপাদন শুরু হলে স্বল্প ব্যয়ে দীর্ঘদিন শক্তি পাওয়া যায়।

Subject

Physics