প্রশ্নঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম সাল কত?

উত্তরঃ ২৩ অগস্ট, ১৮৯৮।

প্রশ্নঃ তিনি কোথায় জন্মগ্রহণ কররেন?

উত্তরঃ  লাভপুর গ্রাম, বীরভূম।

প্রশ্নঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধি স্থানীয় উপন্যাসগুলো কি?

উত্তরঃ চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), জলসাঘর, কবি (১৯৪২), গণদেবতা (১৯৪২), পঞ্চগ্রাম (১৯৪৩), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭), আরগ্য নিকেতন (১৯৫৩), পঞ্চপুন্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) ইত্যাদি।

প্রশ্নঃ তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস কোনগুলো?

উত্তরঃ ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।

প্রশ্নঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তাঁর উপন্যাসের নাম কি?

উত্তরঃ একটি কালো মেয়ের কথা (১৯৭১)।

প্রশ্নঃ তাঁর রচিত ছোটগল্পগুলো কি?

উত্তরঃ রসকলি, বেদেনী, ডাকহরকরা।

প্রশ্নঃ তিনি কি কি উপাধি লাভ করেন?

উত্তরঃ পদ্মাশ্রী ও পদ্মভূষণ উপাধি।

প্রশ্নঃ তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ কলকাতা; ১৪ সেপ্টেম্বর, ১৯৭১।

Subject

Bangla