গণতন্ত্র               : Democracy শব্দটি গ্রিক শব্দ    Demos (জনগণ) এবং Kartos (ক্ষমতা)

                       থেকে উদ্ভূত। গণতন্ত্র হচ্ছে জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ শাসন।

সুশাসন              : রাষ্ট্র পরিচালনায় সর্বত্র আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নামই সুশাসন।

তথ্যের অবাধ প্রবাহ  : বর্তমান যুগকে বলা হয় তথ্যবিপ্লবের  যুগ।

স্বচ্ছতা              :  শব্দের আভিধানিক অর্থ নির্ভুলতা,      সন্দেহাতীতভাবে সঠিকটা ও          সহজবোধ্যতা।

জবাবদিহিতা        : জবাবদিহিতা বলতে বোঝায় দায়বদ্ধতার       প্রতিশ্রতি ও দায়: দায়িত্বের স্বীকারোক্তি

জনপ্রশাসন          : (Public Administration) রাষ্ট্রের যে   প্রশাসন ব্যবস্থা জনগণের সেবার জন্য       প্রত্যক্ষভাবে কাজ করে যায় তা-ই জনপ্রশাসন।

ভোগবাদ           : গ্রিক দার্শনিক এপিকিউরাস (খ্রিস্টপূর্ব ৩৪১-২৭০) (Epicurism) ভোগবাদ এর প্রবক্তা।

Subject

Bangla