1.                   

জন্ম

১৯৩৩ খ্রিস্টাব্দ।

2.                  

জন্মস্থান

ফেনী জেলার মজুপুর গ্রামে।

3.                  

নিখোঁজ হন

৩০ জানুয়ারি, ১৯৭২ খ্রিস্টাব্দ।

4.                  

পেশা

কথাসাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও চলচ্চিত্রকার।

5.                  

সাহিত্যিক নাম

জহির রায়হান।

6.                  

আসল নাম

মোহাম্মদ জহিরুল্লাহ।

7.                  

উপন্যাস গ্রন্থ

তৃষ্ণা (১৩৬২), শেষ বিকেলের মেয়ে (১৩৬৭), হাজার বছর ধরে (১৩৭১), আরেক ফাল্গুন (১৩৭৫), বরফ গলা নদী (১৩৭৬), আর কত দিন (১৩৭৭) ও কয়েকটি মৃত্যু (১৩৮২)।

8.                  

প্রথম পরিচালিত ছবি

কখনও আসে নি (১৯৬১)

9.                  

পরিচালিত ছবি

সোনার কাজল (১৯৬২), কাচের দেয়াল (১৯৬৩), বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬), আনোয়ারা (১৯৬৭), সঙ্গম (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০), স্টপ জেনোসাইড,  লেট দেয়ার বি লাইট ইত্যাদি।

10.              

প্রামাণ্যচিত্র

স্টপ জেনোসাইড ।

11.               

গল্প গ্রন্থ

সূর্যগ্রহণ (১৩৬২)।

12.              

পুরস্কার

আদমজি সাহিত্য পুরস্কার পান হাজার বছর ধরে উপন্যাস রচনার জন্য (১৯৬৪), বাংলা একাডেমীর পুরস্কার উপন্যাসের জন্য মরণোত্তর সাহিত্য পুরস্কার (১৯৭২)।

Subject

Bangla