শিশুসাহিত্যে অনবদ্য অবদান রাখার জন্য বাংলাদেশ শিশু একাডেমী থেকে বছরে একজন লেখককে এই পুরস্কার দেয়া হয় । একজন কবি বা সাহিত্যিক জীবনে মাত্র একবার এ পুরস্কার পেতে পারেন । নগদ অর্থ, ক্রেস্ট ও সন্মাননা পত্র পুরস্কৃত কে প্রদান করা হয় । বাংলা ১৩৯৬ সাল থেকে এটি চালু করা হয়েছে ।

Subject

Bangla