বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়ঃ চারটি।

১। ধ্বনিতত্ত্ব (phonology)

২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology)

৩। বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax)

৪। অর্থতত্ত্ব (semanlies)।

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ঃ

ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ, সন্ধি, ষ-ত্ব বিধান, ণ-ত্ব বিধান প্রভৃতি।

শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়ঃ

 শব্দের প্রকার, পদের পরিচয়, শব্দগঠন, উপসর্গ, প্রত্যয় , বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়া-প্রকরণ, ক্রিযারকাল, ক্রিয়ার ভাব, শব্দের ব্যুৎপত্তি।

বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়ঃ

বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্য পরিবর্তন, পদক্রম, বাগধারা, বাক্য সংকোচন, বাক্য সংযোজক, বাক্য বিয়োজক, যতিচ্ছেদ বা বিরামচিহ্ন ইত্যাদি।

Subject

Bangla