ভারী মৌলিক পদার্থের পরমাণুর নিউক্লিয়াস (পারমাণবিক সংখ্যা ৮২ বা এর অধিক) হতে স্বতঃস্ফুর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্মি ও কণা নির্গমন ক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। ১৮৯৬ সালে ফরাসী বিজ্ঞানী হেনরী বেকরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এ আবিস্কারের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। কয়েকটি তেজস্ক্রিয় মৌল হল থোরিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম। ১৮৯৮ সালে মাদাম কুরী ও তার স্বামী পিয়েরে কুরী যৌথভাবে থোরিয়াম আবিষ্কার করেন। তেজস্ক্রিয় পদার্থ হতে তিন ধরনের রশ্মি নির্গত হয়- ১) আলফা রশ্মিঃ এই রশ্মি ধনাত্মক আধানযুক্ত। ২) বিটা রশ্মি : এই রশ্মি ঋণাত্বক আধানযুক্ত। ৩) গামা রশ্মি: এই রশ্মি আধান নিরপেক্ষ।

Subject

Physics