কোটি কোটি বছর ধরে পানিচক্রের মাধ্যমে একই পানির স্থলভাগ ও সমুদ্রের মধ্যে ঘুরে চলছে। নদীনালা তথা ভূ-ত্বকের মধ্য দিয়ে পানি ভূ-পৃষ্ঠের যাবতীয় লবণ দ্রবীভূত করে সমুদ্রে নিয়ে আসে। সমুদ্রের লবণ যেহেতু বাষ্পীভূত পানির সাথে পুনরায় স্থলভাগে ফিরে আসে না, সেজন্য ক্রমেই সমুদ্রের পানিতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি হয়ে স্বাদ লবণাক্ত হয়েছে। গড়ে ১০০০ কেজি সামুদ্রিক পানিতে ৩৫ গ্রাম লবণ বিদ্যমান।

Subject

Geography