Earth Quake

ভূমির কম্পনকেই বলা হয় ভূমিকম্প (Earthquake)। এটি এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগে কিছু সময়ের জন্য মাটির নিচের শিলাস্তর কেঁপে ওঠে। মাটির উপরে থাকা দালান-কোঠা, প্রাণী ও উদ্ভিদ জগতের মধ্যে সেই কম্পন ছড়িয়ে পড়ে। কখনো কখনো এই কম্পন এতই শক্তিশালী হয় যে বহু বাড়ি-ঘর ভেঙে পড়ে এবং মানুষসহ অন্যান্য প্রাণী আহত বা নিহত হয়। শক্তিশালী ভূমিকম্প তার উৎপত্তিস্থান থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। কখনো ভূমিকম্পের ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি হয়ে থাকে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছিল চিলিতে, ১৯৬০ সালে। এতে প্রায় দশ হাজার লোক মারা যায় এবং সম্পদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এই ভূমিকম্পের ফলে বিরাট এলাকাজুড়ে সুনামিও হয়েছিল।

Subject

Geography