volcano

আগ্নেয়গিরি (Volcano) বলতে এমন পাহাড় বা পর্বত কে বোঝানো হয়, যার মধ্য দিয়ে পৃথিবীর ভেতরের গলিত শিলা বা লাভা বের হয়ে আসে। আগ্নেয়গিরির কারণে ভূ-পৃষ্ঠে বড় ধরনের পরিবর্তন হয়ে থাকে। আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত যে ফাটল দিয়ে যে লাভা বের হয়ে আসে, তাকে বলে জ্বালামুখ (Crater)। আগ্নেয়গিরির উদগিরণ শেষ হলে জ্বালামুখ ধসে পড়ে যে খাত বা গর্ভ তৈরি হয় , তাকে বলে ক্যালডেরা (Caldera)। যে আগ্নেয়গিরি থেকে এখনো অগ্ন্যুৎপাত হয়, তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। বর্তমানে পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ঠিক কয়টি তা নির্দিষ্টভাবে বলা অসম্ভব। তবে গত ১০ হাজার বছরে প্রায় ১৩০০ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। এ হিসেবে বর্তমানে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা প্রায় ১৩০০-১৫০০টি বলে মনে করা হয়। অগ্ন্যুৎপাত অনেক বছরের জন্য বন্ধ থাকলে তাকে সুপ্ত আগ্নেয়গিরি  এবং স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে তাকে মৃত আগ্নেয়গিরি বলে।

বিজ্ঞনীরা প্রায় ১০ ধরনের আগ্নেয়গিরি কথা বলে থাকেন। তবে এদের মধ্যে তিন ধরনের আগ্নেয়গিরি সবচেয়ে বেশি আলোচিত: শিল্ড (Shield), স্ট্র্যাটো (Strato) এবং সিন্ডার কোনস (Cinder Cones) আগ্নেয়গিরি।

Subject

Geography