উপনদী: কোন ক্ষুদ্র জলধারা অপেক্ষাকৃত বৃহৎ জলধারা বা নদীর সাথে মিলিত হলে তাকে উপনদী বলে। মহানন্দা পদ্মার একটি উপনদী।
শাখানদী: কোন বৃহৎ নদী হতে কোন জলধারা বা নদীর বের হয়ে অন্য কোন নদী বা সাগর বা হ্রদে পতীত হলে তাকে শাখা নদী বলে। আড়িয়াল খাঁ পদ্মার একটি শাখা নদ।
দো-আব:  দুটি নদীর মধ্যবর্তী উর্বর শস্যাঞ্চলকে দো-আব বলে।

Subject

Geography