মনুষ্যনির্মিত যে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠে স্থাপন করা হয় তাকে ভূ-স্থির উপগ্রহ বলে। পৃথিবীর আবর্তনের সমগতি সম্পন্ন উপগ্রহ হল  ভূস্থির উপগ্রহ। ভূপৃষ্ঠ থেকে ২২৩০০ মাইল উপরে এ উপগ্রহ স্থাপন করা হয়।মূলত পৃথিবী এবং উপগ্রহ দুটি গতিশীল হলেও ভূপৃষ্ঠের সাপেক্ষে উপগ্রহ স্থির।এটি কম্পন, চাপ ও তাপ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ ছাড়াও ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পূর্বাভাস প্রদান করে। বর্তমানে বিশ্বব্যাপী টেলিভিশন নেটওয়ার্কের যোগসূত্র নিবিড়করণে ভূ-স্থির উপগ্রহ কার্যকর ভূমিকা পালন করছে।

Subject

Geography