যে স্তরে মেঘ তৈরি হচ্ছে মূলত সেখানকার বায়ুস্রোতের উপর মেঘের রকম নির্ভর করে। অস্থির পরিবেশে তৈরি হয় পুঞ্জ মেঘ, যা দেখতে দলা পাকানো তুলার মত। এর থেকেই বড় ফোঁটার বৃষ্টি হয়। স্থির বায়ুতে অথবা পর্বতের ধারে আস্তর মেঘ সৃষ্টি হয়। ধূসর রঙের আকাশ ছাওয়া এই মেঘ থেকে ক্ষুদ্র ফোঁটার বৃষ্টি হয়। ২৫০০০ ফুট বা বেশি উচ্চতায় হিমকণাপূর্ণ মেঘকে অলক মেঘ বলে। অলক মেঘ পুঞ্জিত বা আস্তরিত হতে পারে।

Subject

Geography